আজ শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

২১ মাসের শিশু, সাঁতার কাটে মাছের মতো

অন্যরকম ডেস্ক:  বাচ্চাদের মজার কাণ্ড দেখতে সবারই ভালো লাগে। তাদের হাঁটা-চলা, দুষ্টুমি আর যেকোনো কাজই মজার। এদের মধ্যে কিছু শিশুর কাজ শুধু মজারই নয়, এর পেছনে তাদের বুদ্ধির ঝিলিক দেখা যায়। একেবারে কম বয়সে অনেকে আবার অসাধারণ কসরত দেখিয়ে দেয়।

অনেকে শিশুদের বুদ্ধি হওয়ার আগেই তাদের নাচ বা ছবি আঁকার স্কুলে ভর্তি করিয়ে দেন। কিন্তু একটা শিশুকে সাঁতার কাটতে দেখা যায় না। এখানে দেখুন মাত্র ২১ মাস বয়সী এই ছোট্ট ফুটফুটে পিচ্চিটাকে। ও রীতিমতো এক মাছের মতোই সাঁতার কাটে। এ কাজের জন্য ওর বয়স খুবই কম। এই বয়সী শিশুরা বরং পানি থেকে দূর থাকতে চায়। আরো বড় হলে হয়তো সাঁতার শেখানো যায়।

কিন্তু এই শিশুটি অন্যদের মতো নয়। তাই বলে যখন তখন সাঁতারের মেজাজে থাকে না সে। মন চাইলে তবেই জাদু দেখিয়ে দেয়।

ওর সাঁতার কাটা যারা দেখেন তারা বিস্ময়ে বোবা বনে যান। বড়দের চেয়েও কিছু কাজে বরং এগিয়ে সে। বেশ অনেকক্ষণ শ্বাস ধরে রাখতে পারে। দেখুন এই মৎস কন্যার কারসাজি।