রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুমিদস্যুতার অভিযোগে ২১ মামলার আসামী সুলতান আহাম্মেদ (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার দাউদপুর ইউনিয়নের বিলদি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।সুলতান আহাম্মেদ বেলদি এলাকার আব্দুল কাদিরের ছেলে।
পুলিশ জানায়, বেলদি এলাকার শীতলক্ষ্যা নদী, সরকারী হালট ও কৃষকদের জমি জবরদখল করে বালু ভরাট করে ফেলার অভিযোগ রয়েছে সুলতান আহাম্মেদের বিরুদ্ধে।
এছাড়া রাজনৈতিকসহ বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে রূপগঞ্জসহ বিভিন্ন থানায় প্রায় ২১টির মতো মামলা রয়েছে বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিত্বে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। সুলতানকে একটি রাজনৈতিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।