আজ বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

১ লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার জিমখানার আমির

মাঈনুল হাসান রোমান
আমির হোসেন নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে সদর থানাধীন নতুন জিমখানা এলাকা থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানের নেতৃত্বে উপ পরিদর্শক (এসআই) মো. শাহাদাৎ হোসেন ও তার সঙ্গীয় ফোর্স সহ তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিক্রেতা আমির হোসেনকে ১০ গ্রাম ওজনের ১শ’ পুড়িয়া হেরোইন সহ গ্রেপ্তার করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ টাকা। একই সাথে ১টি জিআর ওয়ারেন্ট সহ মোট ২টি ওয়ারেন্ট তামিল এবং মাদক আইনে নিয়মিন মামলা দায়ের করা হয় তার নামে।

এমএইচআর/এসএমআর/এসএমআর