প্রতিনিধি, সংবাদচর্চা
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে এসি আই ফ্যাক্টরির শ্রমিক শহীদ এনামুলের স্মরণে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে নগরী চাষাড়া শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগের ভয় দেখিয়ে সদর উপজেলার পাশে বিসমিল্লাহ ফ্যাক্টরী থেকে শ্রমিকদের ছাটাই করা হয়েছে। এ দেশের সরকার বড় লোকদের নিয়ে দেশ চালাতে চায় আর গরীবদের উপর জুলুম করে। আজকে দেশের অবস্থা এমন হয়েছে এই দেশের মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে গেছে। দেশের মানুষ পেঁয়াজের ঝাঁজ দেখেছে। এখন আবার চালের দাম বৃদ্ধি পেয়েছে। এই ভাবে নিত্য পন্যের দাম বাড়তে থাকলে জনগণ কই যাবে।
বক্তরা আরও বলেন, সাধারণ মানুষকে নিয়ে সরকারের কোন ভাবনা নেই। নিত্যপণ্যের দাম বাড়ায় ব্যবসায়িরা লাভবান হচ্ছে। কিন্ত মধ্যবিত্ত এবং গরিবেরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। ১% লোকের জন্য আমাদের দেশ মধ্যম আয়ে রুপান্তরিত হয়েছে। বাকি ১৭ কোটি মানুষ কষ্টে আছে। দেশের বেশির ভাগ মানুষকে কষ্ট দিয়ে কিছু মানুষকে সুবিধা দিবেন তা হবে না। বর্তমান সরকার শ্রমিক বান্ধব নয়। তিনি মালিকদের পক্ষে কাজ করেন। তাই আজ দেশের মানুষ ঐক্য হচ্ছে। তারাই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মন্টু ঘোষ, জেলা গার্মেন্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম খান বিপ্লব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, শ্রমিক নেতা আবু হাসান টিপু, অঞ্জন দাস, আবদুল হাই শরীফ, রাশিদা বেগম, মো. শাহ জাহান ও হকার নেতা রহিম মুন্সি প্রমুখ।
আরআই/এসএমআর