বিনোদন রিপোর্টঃ
প্রায় ১৫ বছর পর কবিগুরুর ‘মোর ভাবনার একি হাওয়ায়’ গানটির সঙ্গে নাচলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ।
ঢাকার বাড়িতে লকডাউনে থেকে নিজের প্রতিভা বিকশিত করছেন মিথিলা। ঘরে বসে ইতিমধ্যে মেয়ে আইরাকে নিয়ে একটি শর্ট ফিল্ম বানিয়েছেন তিনি। গত ৮ মে (শুক্রুবার) প্রায় ১৫ বছর পর তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে মোবাইলে ধারণ করা স্বল্পদীর্ঘ একটি নাচের ভিডিও প্রকাশ করেন।
এই ভিডিও দিয়ে দুই বাংলায়ই প্রশংসিত হচ্ছেন এই অভিনেত্রী। মিথিলা বলেন, ‘আমার ভারত মাতা সুমিতা দেবীর (সৃজিতের মা) জন্য নাচটি করলাম। উনাদের ক্লাবের রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানের জন্য ঢাকা থেকে কিছু একটা করে পাঠাতে। মূলত এমন সুযোগটাকে কাজে লাগালাম নাচ দিয়ে। প্রায় ১৫ বছর তো হবেই, নাচ করি না। এটা লম্বা সময়। আশাকরি ক্ষমা-সুন্দর দৃষ্টিতে নাচটি দেখবেন সবাই।লকডাউন দীর্ঘ হলে এমন আরও অনেক সুপ্ত প্রতিভা বিকশিত হবে তার।’’
জানাগেছে, ঢাকার বাসায় কোয়ারেন্টাইনে থেকে মা-মেয়ে সময় পার করছেন কখনও ছবি এঁকে, ইয়োগা আবার কখনও নাচ আর গান করে।
এসএম