সংবাদচর্চা রিপোর্ট: নিষেধ অমান্য করে মা ইলিশ সংরক্ষনের দায়ে মো. লিটন ঢালী (৪০) এর হেফাজত থেকে ২২ কার্টন ভর্তি মা ইলিশ মাছ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
আটকৃত মো. লিটন ঢালী মুন্সীগঞ্জের লৌহজং থানার সামুর বাড়ী এলাকার মৃত সমর উদ্দিন ঢালীর ছেলে।
জানা গেছে, ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) রাত আনুমানিক ২.৩০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাসানুজ্জামান এর নেতৃত্বে মাইক-২২ জরুরী ডিউটিতে নিয়োজিত থাকাবস্থায় ফতুল্লা থানাধীন বক্তাবলীস্থ বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর মোহনায় অভিযান পরিচালনা করে ১১ মন ডিম ভর্তি মা ইলিশ জব্দ করেন।
পুলিশ সুত্রে জানা যায়, বর্তমান সময়ের সরকার কর্তৃক মা ইলিশ মাছ ধরা নিষেধ থাকা সত্বেও লিটন ঢালী ডিম ভর্তি মা ইলিশ মাছ ধরে আইনের পরিপন্থী ও দন্ডনীয় অপরাধ করেছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।