আজ শনিবার, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

হেরোইনসহ দুই জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে চাঁনমারী এলাকা থেকে হেরোইনসহ দুই যুবককে আটক করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে চাঁনমারী বস্তির নব নির্মিত আলহাজ্ব নাসিম ওসমান জামে মসজিদেও সামনে থেকে চঞ্চল মিয়া ও নাজমুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় এই দুই মাদক বিক্রেতার দখল থেকে ৩০ হাজার টাকা মূল্যের ৩০ পুরিয়া হেরোইন জব্দ করে নারায়ণগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা।

এই ঘটনায় নারায়ণগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পুলিশ পরিদর্শক মো. ফজলুল হক খান বাদী হয়ে গ্রেপ্তার হওয়া দুই জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত হরা হলেন, ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকার মৃত আবুল খায়ের ও রোকেয়া বেগমের ছেলে এবং ইসদাইর বুড়ির দোকান এলাকার মৃত মুক্তার মিয়ার ও নাছিমা বেগমের ছেলে নাজমুল।

(সংবাদচর্চা/২১জুন/এমএল)

সর্বশেষ সংবাদ