আজ বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না’গঞ্জে হেরোইনসহ আটক ২

হেরোইনসহ আটক

হেরোইনসহ আটক

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে ২১ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ । শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ৫ নং ঘাট (আমঘাট) বটতলায় অভিযান চালিয়ে হেরোইনসহ তাদের গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলো- মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ভাগ্যকুল গ্রামের মোঃ আশু মিস্ত্রীর ছেলে মোঃ আসলাম হোসেন (৪২) ও একই জেলার সদর থানার হাট লক্ষ্মিগঞ্জ গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে মোঃ হারুন (৪০)।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা ৫নং ঘাট এলাকায় দীর্ঘদিন যাবত অবৈধভাবে মাদক বিক্রয় করে আসছে। তাদের কাছ থেকে উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৪ হাজার ২ শ’ টাকা।

এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।