আজ সোমবার, ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

হেরে গেলো মুড়াপাড়া ইউনিয়ন

রূপগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে UNO গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (২০২০) দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মুড়াপাড়া স্টেডিয়ামে মুড়াপাড়া ইউনিয়নের মুখোমুখি হয় রূপগঞ্জ ইউনিয়ন । খেলায়  ৩-২ গোলে রূপগঞ্জ ইউনিয়ন বিজয় হয়।  খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে রূপগঞ্জ ইউনিয়নের রিফাত। খেলা উপভোগ করেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম,এসিল্যান্ড তরিকুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিন ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, দৈনিক ইত্তেফাক পত্রিকার রূপগঞ্জ সংবাদদাতা এম.এ মোমেন সহ অনেকে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ১ হাজার টাকার চেক তুলে দেন রূপগঞ্জ ইউনিয়নের রিফাতকে।

সর্বশেষ সংবাদ