সংবাদচর্চা রিপোর্ট:
জাতীয় পার্টির নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান দলের গঠনতন্ত্র লংঘন করে রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান বানাতে চেয়েছিলেন। কিন্তু তার সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের ‘নির্দেশনা’ অনুযায়ী তার ভাই জিএম কাদেরই দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। আর সংসদে বিরোধী দলীয় নেতার দায়িত্বে থাকবেন এরশাদের স্ত্রী রওশন এরশাদ। শনিবার রাতে বারিধারার কসমোপলিটন ক্লাবে রওশন ও জিএম কাদেরপন্থি নেতাদের বৈঠকে এই সমঝোতা হয়। বিষয়টি আজ রবিবার( ৮ সেপ্টেম্বর) নিশ্চিত করেছে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙা।
এই সমঝোতা বৈঠকে জিএম কাদেরের পক্ষে ছিলেন- দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি ও লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
আর রওশন বলয়ের পক্ষে উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু এমপি, ফখরুল ইমাম এমপি, এসএম ফয়সল চিশতি ও সেলিম ওসমান এমপি। সুত্র:ইত্তেফাক)
প্রসঙ্গত, গত বৃহষ্পতিবার (৫ সেপ্টেম্বর) রওশন এরশাদকে অবৈধ ভাবে চেয়ারম্যান করার জন্য যারা সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম সেলিম ওসমান এমপি, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি,মজিবুল হক চুন্নু এমপি, ফখরুল ইমাম এমপি,লিয়াকত হোসেন খোকা এমপি,নুরুল ইসলাম ওমর, প্রেসিডিয়াম সদস্য চিত্র নায়ক সোহেল রানা, এসএম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ ও সফিকুল ইসলাম সেন্টু।
বৃহষ্পতিবার সংবাদ সম্মেলনে রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। সেই সংবাদ সম্মেলনের সামনের সারিতে রওশনের পাশে বসে ছিলেন সেলিম ওসমান। তখন তাকে কোন কিছু বলতে দেখা যায় নি।
আরো বসেছিলেন লিয়াকত হোসেন খোকা। তাদের অবৈধ সিদ্ধান্তে জাতীয় পার্টিতে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। নারায়ণগঞ্জবাসীর ধারণা আগামী সংসদ নির্বাচনে সেলিম-খোকা কোন প্রতীকে নির্বাচন করবেন তা নিয়েও সন্দেহ রয়েছে। জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হওয়াতে সেলিম ওসমান, লিয়াকত হোসেন খোকার জাতীয় পার্টির মনোনয়ন পাওয়াটা কঠিন হয়ে দাঁড়াবে। সে ক্ষেত্রে সোনারগাঁ সদর বন্দর থেকে জিএম কাদের পন্থী অন্য কেউ মনোনয়ন পেতে পারে।
রবিবার( ৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে রাঙা বলেন, “প্রথমে আমাদের যে বিষয়টি ছিল, সেটি হল চেয়ারম্যানের দায়িত্ব কে পালন করবেন। এটা নিয়ে একটি বিতর্ক ছিল। সেটি কাল (শনিবার রাতে) সমাধান হয়ে গেছে।
“চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যন এবং হুসেইন মুহাম্মদ এরশাদের নির্দেশিত যিনি ভারপ্রাপ্ত চেয়ানম্যান… জিএম কাদের সাহেব দলের দায়িত্ব পালন করবেন চেয়ারম্যান হিসেবে।
“এবং বেগম রওশন এরশাদ, যিনি আমাদের চেয়ারম্যানের পত্নী, তিনি সংসদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করবেন।”

