আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাওলানা আউয়ালের বিরুদ্ধে মামলার প্রতিবাদে হেফাজতের সমাবেশ

হেফাজতের সমাবেশ

হেফাজতের সমাবেশ

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলা হেফাজতের আমীর মাওলানা আব্দুল আউয়ালের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্টিত হয়েছে। শুক্রবার (১১ মে) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলা তৌহিদি জনতার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তৌহিদি জনতার প্রধান সমন্বয়ক মাওলানা ফেরদাউসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এ সময় আরো উপস্থিতি ছিলেন মাওলানা আব্দুল কাদের, মাওলানা জাকির হোসেন কাদেরী, মাওলানা মাসুম বিল্লাহ প্রমুখ।
বক্তারা আরো বলেন, এক শ্রেণির ওলামা নামের কলঙ্ক যারা ওলামাদের নামে নানা কুরুচিপূর্ণ কথা বলছে। আপনারা প্রকৃত মুসলমান না। আপনারা ইহুদি, খ্রিষ্টানের এজেন্ট হয়ে মুসলামানদের মধ্যে ঐক্য নষ্ট করতে চাইছেন। মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
বক্তারা অনতিবিলম্বে মাওলানা আব্দুল আউয়ালসহ দুইজনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষনা দেন।

 

হেফাজতের সমাবেশ

 

এর আগে নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমীর আব্দুল আউয়ালের বিরুদ্ধে ঈদ-ই-মিলাদুন্নবী সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগ তুলে বুধবার (৯ মে) নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল (ঘ বন্দর) আদালতে এ মামলা দায়ের করেন জেলা ইসলামী ছাত্রসেনার সভাপতি রাহাত হাসান রাব্বি।
মামলার বাদীর আইনজীবী এএমএ একরামুল হক জানান, চলতি বছরের ২৩ মার্চ বন্দরের একটি ওয়াজ মহফিলে জশনে জুলুসের র‌্যালি নিয়ে বিরূপ মন্তব্য করায় তার বাদী এটাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ করে উক্ত আদালতে অভিযোগ করেছেন। বিচারক অভিযোগটি আমলে নিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই অভিযোগটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।