আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হেফাজতের মামলায় বি এন পির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ সহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

নিজস্ব প্রতিবেদক ঃ ২০১৩ সালের ৬ মে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনার মামলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করেছে আদালত।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম আদালতে এ চার্জ গঠন করা হয়। মামলার পরবর্তী তারিখ আগামী বছরের ৪ জানুয়ারি নির্ধারণ করেছে আদালত।

মামলায় অভিযুক্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার নিজেই মামলার শুনানীতে অংশ নেন। তিনি জানান, তিনি সহ বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি গিয়াসউদ্দিন, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস, সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সাধারন সম্পাদক এটিএম কামাল, সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল হাই রাজু, বিএনপি নেতা সফর আলী ভূইয়া সহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।