- সড়ক ও জনপদ বিভাগ মসজিদের জন্য লিজ দেয় না : নির্বাহী প্রকৌশলী
- কিছু ক্রয় করা কিছু সওজের খাস জমি লিজ নেয়া : কাঁচপুরী
সংবাদচর্চা রির্পোট
সড়ক ও জনপদ বিভাগের সরকারি খাস জমি দখলের অভিযোগ উঠেছে হাবিবুল্লাহ কাঁচপুরীর বিরুদ্ধে। তিনি তার ছেলে ফাহাদুল মোকাদ্দাস প্রিয়ম কাচঁপুরীর ব্যক্তিগত নামে মসজিদ নির্মানের জন্য জমি দখল করেছেন। তবে কেন্দ্রীয় ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা হাবিবুল্লাহ কাঁচপুরীর দাবি, দখল নয় কিছু ক্রয়কৃত কিছু লিজ নেয়া সওজ এর খাস জমি।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সদর উপজেলার ভূইঘর-সাইনর্বোড এর মধ্যবর্তী এলাকায় র্নিমান করা হয়েছে প্রিয়ম কাচঁপুরী জামে সমজিদ। একই এলাকায় রয়েছে প্রিয়ম কেএমএস টাওয়ার নামে একটি ভবন। এলাকাবাসীর অভিযোগ, ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তার করে সরকারি খাস জমি দখল করে নিজের ছেলের নামে মসজিদ নির্মান করা হয়েছে। এতে তারা ক্ষিপ্ত ও ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয় দোকানী বলেন, সরকারি জায়গায় প্রায় ২ বছর হবে মসজিদ নির্মান করা হয়েছে। শান্তিধারা এলাকার এটা পাশে গিরিধারা। মসজিদটি কোন এলাকার নামে না। কাঁচপুরি পরিচালনা করে মসজিদ। সাথে এলাকাবাসীও আছে।
স্থানীয় আরেক দোকানী বলেন, অল্প লোক আসে এই মসজিদে পাশে একটি বড় মসজিদ রয়েছে সেখানে সবাই নামাজে যায়।
হাবিবুল্লাহ কাঁচপুরীর কাছে এ সকল বিষয়ে জানতে চাইলে তিনি দৈনিক সংবাদচর্চাকে জানায়, আমার বিরুদ্ধে পূর্বে যে মামলা রয়েছে তা বিচারাধীন। যদি দোষ করি তাহলে শাস্তি হবে। আর যদি নিদোষ হই তাহলে মুক্ত হব। আমার ১০ টির অধিক মসজিদ রয়েছে বিভিন্ন স্থানে। সবগুলো মসজিদ আমার ছেলে প্রিয়ম কাঁচপুরীর নামে। ভূইঘর এলাকাতেও প্রিয়ম কাঁচপুরী জামে মসজিদ রয়েছে। সেই মসজিদের জমি কিছু ক্রয় করা কিছু সড়ক ও জনপদ বিভাগের সরকারি খাস জমি লিজ নেয়া। ছেলের নামে নির্র্মিত সকল মসজিদ নিজ অর্থায়ন করেছেন বলেও তিনি জানান।
নারায়ণগঞ্জ সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা নাহিদা বারিক বলেন, সড়ক ও জনপদ বিভাগের সরকারি খাস জমি দখল করা হয়েছে তা আমাদের জানা নেই। তবে এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হবে।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, সড়ক ও জনপদ বিভাগকে জনগনের উন্নয়ন ও যানবাহন চলাচলের জন্য জেলা পরিষদ থেকে সড়ক ও সড়কের পাশের জমি প্রদান করা হয়েছে। রক্ষনাবেক্ষনের দায়িত্ব তাদের। এসকল খাস জমি পূবে জেলা পরিষদ রক্ষনাবেক্ষন করতো বলে জানান ।
বৈধ লিজ ও তদারকির বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাঃ আলিউল হোসেন দৈনিক সংবাদচর্চাবে বলেন, সড়ক ও জনপদ বিভাগ মসজিদের জন্য কোন লিজ দেয় হয় না। তিনি নিশ্চিত করে বলেন, হাবিবুল্লাহ কাঁচপুরির মসজিদের জায়গার কোন লিজ নেই।