আজ রবিবার, ৯ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

হাজী অা‌য়েত অালী ভুঁইয়া উচ্চ বিদ্যাল‌য়ে বা‌র্ষিক ক্রীড়া প্র‌তি‌যোগিতা

হাজী অা‌য়েত অালী ভুঁইয়া উচ্চ

হাজী অা‌য়েত অালী ভুঁইয়া উচ্চ

সংবাদচর্চা ডটকম:  রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় হাজী অা‌য়েত অালী ভুঁইয়া উচ্চ বিদ্যাল‌য়ে বা‌র্ষিক ক্রীড়া প্র‌তি‌যোগিতা পুরস্কার বিতরণ  এবং ম‌নোজ্ঞ সাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শ‌নিবার  বি‌কে‌লে এ বা‌র্ষিক ক্রীড়া প্র‌তি‌যোগিতা, পুরস্কার বিতরণী ও ম‌নোজ্ঞ সাংস্কৃ‌তিক অনুষ্ঠান  প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপস্থিত ছিলেন তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী।

অন্যান্যের মধ্যে উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপ‌জেলা অাওয়ামীলী‌গের কার্যকরী সদস্য অামজাদ ভুঁইয়া, তারা‌ব পৌর মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার অাব্দুল ম‌তিন সাউদ, হাজী অা‌য়েত অালী ভুইয়া উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক হোস‌নে অারা বেগম প্রমুখ।

স্পন্সরেড আর্টিকেলঃ