নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় মোঘল আমলের ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন হাজীগঞ্জ দুর্গকে সৌন্দর্যবর্ধনের মাধ্যমে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। রোববার (৩ নভেম্বর) দুর্গ পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন।
কে এম খালিদ বলেন, আদালতের নির্দেশে গেলো সপ্তাহে উচ্ছেদের মাধ্যমে দুর্গের আশপাশের অবৈধ দখল থেকে অবমুক্ত হওয়া কয়েক একর জমিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সহযোগিতায় বাগান নির্মাণ ও আলোকসজ্জসহ নানাভাবে সৌন্দর্যবর্ধন করা হবে। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংস্কারের মাধ্যমে দর্শনীয় স্থানের উপযোগী করে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলে সর্বসাধারণের বিনোদনের জন্য উন্মুক্ত করে দেবে।
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ এফ এম এহতেশামুল হকসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা।