নিজস্ব প্রতিবেদক:
বিপুল পরিমাণ চুড়াই লোহার সামগ্রী নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ মে) সকালে ফতুল্লা থানার উত্তর হাজীগঞ্জ এলাকায় সূত্রাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে একটি ভবনের নিচতলা থেকে এসব উদ্ধার করে। এ সময় এক দম্পতিসহ তিনজনকে আটক করে পুলিশ। ভবনের মূল মালিক ওমরা হজ্বে থাকায় তার ভাইকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ মে গভীর রাতে একটি কনটেইনারে করে এসব লোহার সামগ্রী আনা হয়। পরে ভোর পর্যন্ত এসব মাল আনলোড করা হয়।
স্থানীয়রা আরও জানায়, চলতি মাসেই খোকন মিয়ার ৬ তলা ভবনের নিচতলা ভাড়া নেয় অপু ও তার স্ত্রী জলি। তারা এর আগে থকেই এ ভবনের ৩য় তলায় ভাড়াটিয়া হিসেবে বাস করেন। ৭ হাজার টাকা অগ্রীম ভাড়া দিয়ে ঘর ভাড়া নিলেও কোন মানুষজন সেখানে থাকতো না।
তবে লোহার এসব মাল যখন ঘরে ঢুকায় তখন স্থানীয়দের বলা হয়, ‘পদ্মা সেতুর জন্য আনা এই মাল এখানে কিছুদিন থাকবে।’