নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থানায় হেফাজতের নাশকতা মামলায় হাজিরা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াসউদ্দিন, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ ৪৮ জন।
চার্জ গঠনের পূর্ব নির্ধারিত তারিখ থাকায় রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজের ১ম আদালতে তারা এই হাজিরা দেন। পরে আদালত চার্জ গঠনের পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
এসময় আসামীদের পক্ষে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান ও এড. খোরশেদ মোল্লাসহ বিএনপিপন্থী ৩০/৩৫ আইনজীবী। মামলার হাজিরা শেষে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, বিএনপির নেতাকর্মীদের হয়রানী করার জন্যই এসব মামলা করা হয়। তবে আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি। মামলার ভয় দেখিয়ে আমাদেরকে থামানো যাবে না। আমরা আদালতে আসলে আরো উজ্জীবীত হই।