আজ শনিবার, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাছিনা গাজী পৌর অডিটোরিয়াম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর

 সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার তারাবতে ৫০০ আসন বিশিষ্ট হাছিনা গাজী পৌর অডিটোরিয়াম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার ( ৮ অক্টোবর) স্থানীয় সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক হাছিনা গাজী পৌর অডিটোরিয়াম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান , তারাব পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম মনি, হোসাইন হোসেন রাজীব , রাসেল শিকদার,নজরুল ইসলাম মফিজ, হামিদুল্লাহ, আশরাফুল ইসলাম, আনোয়ার হোসেন, আমির হোসেন ভূইয়া, আতিকুর রহমান, লায়লা পারভীন, আসমা বেগম, জোসনা বেগম, সচিব তাজুল ইসলাম, প্রকৌশলী জেড এম আনোয়ার , আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান, আলহাজ্ব হাবিবুর রহমান , রূপগঞ্জ উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: বজলুর রহমানসহ অনেকে। জানা গেছে সরকার পৌর অডিটোরিয়াম নির্মাণের জন্য ১১ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অডিটোরিয়াম নির্মাণের জন্য তারাব পৌরসভার জায়গা ছিলো না। গাজী গ্রুপ ৪৩ শতাংশ জায়গা বরাদ্দ দিয়েছে। সেই জায়গার উপর মেয়র হাছিনা গাজীর নামে পৌর অডিটোরিয়াম নির্মাণ হচ্ছে।