আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হরতালের মিছিল ও সমাবেশে পুলিশের বাধা

হরতালের মিছিল ও সমাবেশে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবি, বাসদ, সমাতান্ত্রিক বাম মোর্চার ডাকা হরতাল পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর বঙ্গবন্ধু সড়কের দুই নং রেলগেইট এলাকায় বাম মোর্চার নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি কালির বাজার, চাষাড়া ও ডিআইটি ঘুরে ২নং রেল গেইটে গিয়ে শেষে হয়। পরে সেখানে তারা সমাবেশ করে। বাসদের অন্যতম সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন-গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক তরিকুল সুজন, বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলনের জেলা সভাপতি হিমাংসু সাহা জুয়েল, শ্রমিক সংহতি আন্দোলনের নেতা অঞ্জন দাস, ছাত্রফেডারেশনের জেলা সভাপতি রিচার্ডসহ বিভিন্ন সংগঠনের নেতারা। তবে হরতালে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হরতালের সময় যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।