আন্তর্জাতিক ডেস্ক : হন্ডুরাসে পুনরায় ভোট গণনার আংশিক ফলাফলে দেখা গেছে প্রেসিডেন্ট জুয়ান অর্ল্যান্ডো হার্নান্দেজ এগিয়ে রয়েছেন। অতি সম্প্রতি অনুষ্ঠিত দেশটির বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট পুনরায় গণনা করা হয়।
রোববার নির্বাচনী ট্রাইব্যুনালের প্রধান একথা জানান।
গত ২৬ নভেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে বিজয়ীর নাম আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করা হয়নি। খবর এএফপি’র। এক কোটি জনসংখ্যা অধ্যুষিত মধ্য আমেরিকার ছোট দেশটিতে ভোটের পর থেকে অনিশ্চয়তা চলছে। ৪ হাজার ৭৫৩টি ব্যালট বাক্স পুনরায় গণনার পর নির্বাচনী ট্রাইব্যুনালের প্রধান ডেভিড মাতামোরোস বলেন, ‘ফলাফল একই রয়েছে।’ আগের বারের গণনায় হার্নেন্দেজ ১ দশমিক ৬ শতাংশ ভোটে এগিয়ে ছিলেন।