আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

হত্যা মামলায় আড়াইহাজারের শ্যামল মোল্লাকে যাবজ্জীবন কারাদন্ড

সংবাদচচা রিপোর্ট : নারায়ণগঞ্জের আড়াইহাজারে আনোয়ার হোসেন হত্যা মামলায় শ্যামল মোল্লা নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
বুধবার (১৯ জুন) দুপুর ১২ টায় অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক শাহ্ মোহাম্মদ জাকির হাসান এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় আসামী শ্যামল মোল্লা আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী শ্যামল মোল্লা আড়াইহাজার উপজেলার বারোআনি মধ্যপাড়া গ্রামের মৃত আঃ রউফ মোল্লার ছেলে।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এমএ রহিম এর সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১১ সালের ২৬ মার্চ স্থানীয় ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলা নিয়ে শ্যামল মোল্লার ব্যাটের আঘাতে নিহত হয় একই এলাকার আনোয়ার মিয়া। পরে আদালত ১৩ জনের সাক্ষী প্রমানের ভিত্তিতে আসামী শ্যামল মোল্লাকে যাবজ্জীবন  সশ্রম কারাদন্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের প্রদান করেন।

প্রসঙ্গত, ২০১১ সালের ২৬ মার্চ উপলক্ষে স্থানীয় ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। ওই খেলায় দর্শক হিসেবে খেলা দেখছিলেন একই এলাকার আনোয়ার হোসেন। খেলার এক পর্যায়ে শ্যামল মোল্লা আউট হয়ে গিয়ে ব্যাট হাতে মাঠে দাড়িয়ে থাকে। তখন মাঠের বাহির থেকে আনোয়ার হোসেন বলেন শ্যামল তুমি আউট হয়ে গেছো ব্যাট ছেড়ে দাও। একথায় ক্ষিপ্ত হয়ে শ্যামল ব্যাট দিয়ে আনোয়ারের মাথায় আঘাত করে। পরে আশংঙ্খা জনক অবস্থায় আনোয়ারকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো নির্দেশ দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ মার্চ আনোয়ার হোসেন মারা যায়। পরে ২৯ মার্চ আড়াই হাজার থানায় নিহতের স্ত্রী হাওয়া বেগম বাদী হয়ে শ্যামল মোল্লাকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।