আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হত্যা মামলার আসামী তাওলাদ কারাগারে

সংবাদচর্চা অনলাইনঃ

রূপগঞ্জে হত্যা, মারামারি, পুলিশকে মারধর ও নন এফ আই আরসহ ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী তাওলাদ হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে তাকে জেল কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

শুক্রবার ৫ই মার্চ বিকেলে আসামীকে আদালতে তোলা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মেদ এ আদেশ দেন।

বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ কনস্টেবল ইসমাইল হোসেন।

তিনি বলেন, হত্যা, মারামারি, পুলিশকে মারধর ও নন এফ আই আর সহ ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী তাওলাদ হোসনকে আদালতে উঠালে বিজ্ঞ আদালত আসামীকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। সে সময় আসামীর পক্ষে কোন রিমান্ড চাওয়া হয়নি।