আজ বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় সিদ্ধিরগঞ্জের সানাড়পাড় এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ব্যাক্তির নাম নাছির আহমেদ (৩৫) বলে জানা গেলেও তার ঠিকানা জানা যায়নি। তবে সে অপসোনিন ফার্মাসিউটিক্যালসে কর্মরত ছিলো বলে খবর পাওয়া গেছে।

দূর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও পুলিশ ঘাতক বাসটিকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় পাঠিয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মামুনুল আবেদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে নাছির আহমেদ তার কর্মস্থল অপসনিনফার্মাতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে সানাড়পাড় বাসস্ট্যান্ডে আসেন। পরে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে বান্দরবান মুখি ইউনিক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব- ১৪-৯১১২) নাছিরকে ধাক্কা দেয়। এসময় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয় নাছির।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেণ। এঘটনায় আমরা ইউনিক পরিবহনের বাসটিকে আটক করলেও বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসাতাল মর্গে রয়েছে।