আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সড়কে কোন চাঁদাবাজকে ছাড় দেয়া হবে না: ডিআইজি হাবিবুর রহমান

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, সড়ক মহাসড়কে কোন চাঁদাবাজকে ছাড় দেয়া হবে না। জনগণ যাতে নির্ভিগ্নে ইদে যাতায়াত করতে পারে সেই লক্ষে পুলিশ বাহিনী কাজ করছে। এবার যাত্রীরা তেমন যানজটের বাধার মুখে পড়বে না।

বুধবার (২৮ মে) দুপুরে নারায়ণগঞ্জের ঢাকা -সিলেট ও ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ও কাঁচপুর এলাকার সার্বিক পরিস্থিত পরিদর্শন শেষে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, চাঁদাবাজ চক্রের সাথে কোন পুলিশ সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। ঈদ জামাত ও জঙ্গী হামলা নিয়ে সাংবাদিকদের  এক প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, জঙ্গী হামলার বিষয়ে কোন সু-নির্দিষ্ট আশংকা নাই। তদুপরি সারাদেশে জঙ্গি হামলার বিষয়ে পর্য়াপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে এবং জঙ্গীদের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি  মোঃ আসাদুজ্জামান, বিপিএম(বার)  নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার  হারুন অর রশীদ, বিপিএম(বার), পিপিএম(বার) সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।