নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। সোমবার পহেলা বৈশাখ সকালে রূপসী কাজীপাড়ায় এই অনুষ্ঠান হয়।
এসময় উপস্থিত ছিলেন মিসেস, সেলিনা জামান,নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব রহমান, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সভাপতি হাফেজ জাকারিয়া, কেন্দ্রীয় জিয়া মঞ্চের নেতা আব্দুল হালিম, বিএনপি নেতা রিপন, আলী আকবর, যুবদল নেতা কাজী আহাদ, এড. আমিনুল ইসলাম ইমন, আবু মাসুম, সাবেক ছাত্রদল নেতা মোশারফ হোসেন।
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কাজী মনিরুজ্জামান বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশকে অশাস্ত করার চেষ্টা করছে। সবাই সতর্ক থাকবেন। অবাধ সুষ্ঠু নির্বাচন আদায় করে আমরা ঘরে ফিরবো এটাই এবারের বাংলা নববর্ষের আমাদের অঙ্গিকার।