নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলামের বড় পুত্র নিবিড় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।আজ রাত ১১ টায় মাঝিনা মাদ্রাসা মাঠে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
এর আগে তিনি সড়ক দুঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীরা শোক জানাচ্ছে।
ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়া। তিনি লিখেছেন -নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিঃ যুগ্ম আহ্বায়ক, ছোট ভাই রফিকুল ইসলাম রফিকের বড় ছেলে নিবিড় আর আমাদের মাঝে নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

