সংবাদচর্চা রিপোর্ট:
নগরবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকাকে ৩ টি ভাগে ভাগ করা হয়েছে । চালু করা হয়েছে ৩টি হটলাইন। তিন জন ডাক্তার নাগরিকদের স্বাস্থ্য বিষয়ে যে কোনো প্রশ্নের উত্তর এবং পরামর্শ দিচ্ছে। সিদ্ধিরগঞ্জ অঞ্চলে (১-৯ নং ওয়ার্ড) ডাঃ শাহানা সুলতানা কাজ করছে। মোবাইল নং ০১৭৬৮৪৬৪০২৬ । নারায়ণগঞ্জ অঞ্চলে (১০-১৮) ডা: নাফিয়া ইসলাম কাজ করছে। মোবাইল নং ০১৬৮১০৬৮৪৭২। কদমরসুল অঞ্চলে ( ১৯-২৭ নং ওয়ার্ড) ডাঃ সাবেরা আফরিন দিনা কাজ করছে। মোবাইল নং ০১৭৭৪৪৩০৫৮৮। এ সকল নম্বর ফোন করে স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য নগরবাসীকে অনুরোধ করেছেন নাসিক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী।