আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের হাছিনা গাজীর শ্রদ্ধা

নবকুমার:

১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন  রূপগঞ্জ উপজেলার তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে তারাব পৌর সভার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি ।মেয়র  সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন । এসময় উপস্থিত ছিলেন তারাব পৌর সভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মফিজ, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন সহ পৌর কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে হাছিনা গাজী বলেন, যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করেছিলো । সেই স্বপ্ন বঙ্গবন্ধুর কন্যা অক্ষরে অক্ষরে পালন করছেন। বাংলা মাটিতে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর হচ্ছে ।

তিনি বলেন, একটি চক্র এখনো স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নিয়ে মিথ্যাচার করছে। ওদেরকে সরকারের বিচারের আওতায় আনতে হবে।