আজ বৃহস্পতিবার, ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের বস্ত্র ও পাট মন্ত্রীর শ্রদ্ধা

নবকুমার:

১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। আজ রূপগঞ্জ উপজেলা পরিষদে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি ।

মন্ত্রী সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন । এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। পরে গোলাম দস্তগীর গাজী আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শহীন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের,সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া, মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল সহ ছাত্রলীগ যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।

এছাড়া গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৯ তম  স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় প্যারেডের উদ্বোধন করেছেন।