আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বাধীনতা বিরোধীদের স্যলুট করতে কষ্ট পেতাম : এসপি হারুন

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন , আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছে রক্তের বিনিময়ে। স্বাধীনতা বিরোধীরা এক সময় গাড়ীতে পতাকা উড়িয়ে চলত আমরা পুলিশ হিসেবে তাদের স্যলুট করতে হতো। সে সময় মনে খুব কষ্ট লাগত। আজও সেই স্বাধীনতা বিরোধী চক্র ঘাপটি মেরে আছে । তাদের থেকে সাবধান থাকতে হবে। ঈদকে সামনে রেখে তারা যেন কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে । সে দিকে পুলিশের পাশাপাশি জনগণ কে খেয়াল রাখতে হবে।

শুক্রবার (৩১ মে) চাষাড়ায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের উদ্যোগে গরীব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসপি বলেন, মাদক চোরাকারবারী ভূমিসন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহ আছে। তিনি নারায়ণগঞ্জ বাসীর উদ্দেশে বলেন, বাড়ি ভাড়া দেয়ার সময় আপনারা পূর্ণাঙ্গ ঠিকানা নিয়ে ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বাড়ি ভাড়া দিবেন। কোন অপরিচিত ব্যক্তির নিকট নাম-ঠিকানা ছাড়া বাড়ি ভাড়া দিবেন না। জঙ্গীদের বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

হারুন আরো বলেন,নারায়ণগঞ্জ পুলিশ ইতোমধ্যে মহিলা ও পুরুষ ছিনতাইকারী মিলে ২৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ব্যবসায়ী এবং সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দে কেনা-কাঁটা করতে পারে সে লক্ষ্যে পুলিশের হোন্ডা মোবাইল সার্ভিস চালু করা হয়েছে। মার্কেটগুলোর সামনে সাদা পোশাকে ডিবি নজরদারি করছে। নারায়ণগঞ্জ জেলা অত্যন্ত ব্যস্ত এবং ধনী জেলা।  যানজট নিরসনে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ কাজ করছে। ইতোমধ্যে নারায়ণগঞ্জ শহরে ব্যাপক হারে রিকশার সংখ্যা বেড়ে গেছে। শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সহ জেলা পুলিশকে বেগ পেতে হচ্ছে। তবুও আমরা যানজট নিরসনে কাজ করে যাচ্ছি। রিকশার বিষয়ে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসক বরাবর চিঠি দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, বিকেএমই এর সাবেক সভাপতি ফজলুল হক , মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সবুজ, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (এনইউজে)  সভাপতি আঃ সালাম সহ মুক্তিযোদ্ধার সন্তানরা।