আজ রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে হাছিনা গাজীর শ্রদ্ধা


সংবাদচর্চা রিপোর্ট: তারাব পৌরসভার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ( ৫০ বছর পূর্তি) ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ( ২৬ মার্চ ) সকালে পৌরসভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রূপগঞ্জ উপজেলা মহিলা লীগ সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী। এসময় উপস্থিত ছিলেন , তারাব পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর লায়লা পারভীন, মাহফুজা বেগম, জোসনা বেগম , সাধারণ কাউন্সিলর রফিকুল ইসলাম মনির , এড. জসিম উদ্দিন ভুঁইয়া, রাসেল শিকদার, আক্তার হোসেন, হামিদুল্লাহ , মাহাবুবুর রহমান জাকারিয়া, আনোয়ার হোসেন, আমির হোসেন ভুঁইয়া, আতিকুর রহমান, তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, সচিব তাজুল ইসলামসহ অনেকে। পরে অতিথিবৃন্দ শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।