আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বপন হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ

নারায়ণগঞ্জ শহরে চাঞ্চল্যকর স্বপন হত্যা মামলায় ১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এ নিয়ে এই হত্যা মামালায় সর্বমোট ১৬ জন স্বাক্ষীর মধ্যে ১৫ জনের স্বাক্ষ্য গ্রহন করছেন বিজ্ঞ আদালত।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোঃ আনিসুর রহমানের আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাহমুদুল মহসিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করা হয়।

এর আগে মামলার সাক্ষীদের স্বাক্ষ্য গ্রহনের ধারাবাহিকতায় ১৪ জনের স্বাক্ষ্য গ্রহন সম্পন্ন হয়েছে। এদের মধ্যে উল্লেখ্য যোগ্য স্বাক্ষীরা হলেন, অজিৎ কুমার সাহা, বিশ্বজিৎ সাহা, নয়ন সাহা, বিকাশ চন্দ্র সাহা, কালু মাঝি ও অমূল্য চন্দ্র সাহা। এই হত্যা মামালায় সর্বমোট ১৬ জন স্বাক্ষীর মধ্যে ১৫ জনের স্বাক্ষ্য গ্রহন সম্পন্ন হয়েছে।

এসময় মামলার বাদী পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন, রাষ্ট্রপক্ষের কৌসুলী (পিপি) অ্যাড. ওয়াজেদ আলী খোকন। তার সহযোগি আইনজীবী ছিলেন, রাষ্ট্রপক্ষের (এপিপি) অ্যাড. মৃনাল কান্তি দত্ত বাপ্পি, অ্যাড. জয়ন্ত কুমার ঘোষ, অ্যাড. মো. মিনহাজ ইসলাম. অ্যাড. জনি গোপ।

রাষ্ট্রপক্ষের কৌসুলী (পিপি) অ্যাড. ওয়াজেদ আলী খোকন জানান, প্রবীর হত্যা মামলার মত স্বপন হত্যা মামলাটি বিচার কাজ দ্রুত শেষ করার জন্য সাক্ষীদের স্বাক্ষ্য গ্রহন করা হচ্ছে। এযাবৎ ১৬ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের স্বাক্ষ্য গ্রহন সম্পন্ন করা হয়েছে।