সৌদি আরবের সেনাবাহিনীতে সোমবার গুলির ঘটনা ঘটেছে। এক সেনাসদস্য গুলি করে তার তিন সহকর্মীকে হত্যা করেছে। সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিযান প্রদেশের আল-আরিশ জেলায় এ ঘটনা ঘটেছে।
আরবি ভাষার সংবাদ সংস্থা ‘আস-সাবাক নিউজ’ নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তিন সেনাকে হত্যার পর ঘাতক সেনা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছে। ব্যক্তিগত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে সূত্রটি দাবি করেছে।
তবে সৌদি আরবের সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। তারা এ বিষয়ে তদন্ত চালাচ্ছে। সৌদি আরবের জিযান প্রদেশটি ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত। সেখানে প্রায় প্রতিদিনই ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনী হামলা চালাচ্ছে।
দরিদ্র প্রতিবেশী ও মুসলিম দেশ ইয়েমেনে ২০১৫ সাল থেকে হামলা চালিয়ে আসছে সৌদি আরব। ইয়েমেনে মানুষ হত্যার প্রতিবাদে স্বাধীনচেতা কোনও সেনা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে কেউ কেউ মনে করছেন।