সংবাদচর্চা রিপোর্ট:
সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ায় এক মুক্তিযোদ্ধার বাড়ি ও দোকানে হামলা চালিয়ে লুটপাট করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা।
সোমবার সকালে সাদিপুর ইউনিয়নের বরাব গ্রামে ওই ঘটনা ঘটে। এর আগে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সোনারগাঁও উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের মাহফুজুর রহমান কালামকে বিপুল ভোটের মাধ্যমে পরিজিত করে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মোশারফ হোসেন নির্বাচিত হন। নির্বাচনে স্থানীয় জাতীয় পার্টির এমপি লিয়াকত হোসেন খোকাও তাঁর লোকজন নৌকার বিদ্রোহী উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী মাহফুজুর রহমান কালামের পক্ষ অবলম্বন করেন।
জানা গেছে, সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য জাতীয় পার্টির নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে পাগলা সিরাজ, মাহামুদ আলী, আব্দুর রব, ওমর আলী, মিলন, শামীমসহ অর্ধশতাধিক লোকজন লোহার রড নিয়ে বরাব গ্রামের মুক্তিযোদ্ধা মতিউর রহমানের বাড়িতে এ হামলা চালায়। এসময় তারা মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমানের ছেলে যুবলীগ নেতা আব্দুল্লাহ আল জাকিরকে পেটে ছুরিকাঘাত করে আহত হয়। পরে স্বজনরা আহত যুবলীগ নেতা আব্দুল্লাহ আল জাকিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আহত আব্দুল্লাহ আর জাকির সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি। এদিকে একই সময় জাতীয় পার্টিল নেতাকর্মীরা নৌকা প্রতীকের ক্যাম্প ভাঙচুর করে নৌকার সমর্থক আমির হোসেন, ইমরান, শাহিন সহ ৫ থেকে ৬জনকে পিটিয়ে আহত করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান জানান, তিনি এবং তার পরিবারের সদস্য আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সাদিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার জাতীয় পার্টির নেতা রফিকুল ইসলাম বিদ্রোহী প্রার্থী মাহফুজুর রহমান কালামের ঘোরা প্রতীকে নির্বাচন করেন। আমাদেরকে ঘোরা প্রতীকে ভোট দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। কিন্তু তিনি একজন মুক্তিযোদ্ধা হলে দলের সঙ্গে বেইমানী না করে নৌকা প্রতীকে ভোট দেন। এতে ক্ষিপ্ত হয়ে জাতীয় পার্টির নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে সন্ত্রাসীরা পাগল সিরাজ, মাহামুদ আলী, আব্দুর রব, ওমর আলী, মিলন, শামীম সহ অর্ধশতাধিক লোকজন লোহার রড নিয়ে আমার বাড়িতে হামলা করে ভাঙচুর করে। এসময় সন্ত্রাসীরা তার দোকানে ভাঙচুর ও লুটপাট করে। এসময় আমার ছেলেরা বাধা দিতে চাইলে আব্দুল্লাহ আল জাকিরকে ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করে। তিনি এ সন্ত্রাসী কর্মকা-ের বিচার চান।
তিনি বলেন, এ বিষয়ে থানার ওসিকে জানানো হয়েছে।