মাজহারুলইসলাম: নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর কালামের নেতৃত্বে শনিবার দুপুরে হাজার হাজার নেতাকর্মী নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামীলীগের জনসভায় যোগদান করেছেন।
জানাযায়, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দেয়া উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। গত ৩০ অক্টোবর বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড (এমওডব্লিউ) স্বীকৃতি দেয় ইউনেস্কো।এরপরই বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ওই ভাষণের স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে এই স্বীকৃতি উদযাপনের কর্মসূচি হিসেবে মহাসমাবেশের সিদ্ধান্ত নেয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা। সমাবেশকে সাফল্য মন্ডিত করতে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের নেতৃত্বে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টিপৌরসভায় ৫টি করে ৫৫টি যাত্রীবাস দেয়া হয়। আর সে যাত্রীবাসে করে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে মৎস্য ভবন থেকে একত্রিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের ছবি সম্বলিত ফেষ্টুন ও ব্যানার বহন করে নৌকার শ্লোগানে রাজপথ মুখরিত করে সমাবেশ স্থলে যোগদান করেন মাহফুজুর রহমান কালাম।