আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁ থানার মামলায় বিএনপির ২৭ নেতাকর্মীর জামিননামা দাখিল

সোনারগাঁ থানার

সোনারগাঁ থানার

নিজস্ব প্রতিবেদক:
সোনারগাঁ থানায় দায়েরকৃত বিএনপির ২৭জন নেতাকর্মীর নামে ৩টি রাজনৈতিক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়া জেলা বিএনপির সহ সভাপতি খন্দকার আবু জাফরসহ ২৭ জন হাজির হয়ে জামিননামা আদালতে দাখিল করেন ।
সোমবার ( ২ এপ্রিল ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে আসামি পক্ষের আইনজীবীরা উচ্চ আদালতের এই জামিননামা দাখিল করেন তারা। মামলা নং ২৫ -২ ( ১৮ ) , ৭ -২ ( ১৮), ৮-২ ( ২৮ )।
এসময় আসামী পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন, সাবেক পিপি অ্যাডভোকেট নবী হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান।
এ সময় মামলার অন্যান্য আসামিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, থানা তাতী দলের সভাপতি মোঃ আমির হোসেন, থানা জাসাসের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মিন্টু, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বজলুর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান, বারদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নেহাল উদ্দিন মেম্বার, মোগড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, নোয়াগাঁ ইউনিয়ন যুবদলের সভাপতি মোজাম্মেল হক, জামপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহিন হোসাইন, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা দেলাওয়ার হোসেন দুলু প্রমুখ ।

স্পন্সরেড আর্টিকেলঃ