আজ বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আ.লীগকে হারাতে কোরআন শপথ করে প্রার্থী

নবকুমার:

সদ্য সমাপ্ত সোনারগাঁ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে হারাতে পবিত্র কোরআন স্পর্শ করে শপথ নিয়ে বিদ্রোহী  প্রার্থী দেয়া হয়েছিলো। সেই প্রার্থী হয়েছিলেন সোনারগা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। কালাম তখন আওয়ামী লীগের হয়েও নারায়ণগঞ্জ ৩ আসনের জাতীয় পাটির  এমপি লিয়াকত হোসেন খোকার বলয়ে থাকতেন। মাহফুজুর রহমান কালামকে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করার কুশীলব ছিলেন লিয়াকত হোসেন খোকা। তারা সেদিন পবিত্র কোরআন ছুয়ে শপথ নিয়েছিলেন আওয়ামী লীগ প্রার্থীকে হারাতে । বিষয়টি গতকাল (২৪ আগস্ট)  নিশ্চিত করেছেন সোনারগা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। তিনি বলেন, আমাকে সেদিন কোরআন ছুয়ে শপথ করে প্রার্থী করা হয়েছিলো। ওরা বেইমান।  রাজাকার স্বৈরাচার দিয়ে সোনারগা উপজেলা আওয়ামী লীগকে ধ্বংস করতে চায়।

মাহফুজুর রহমান কালাম আরো বলেন, সেদিন আমারও ভুল ছিলো। আর ভুল করতে চাই না। সোনারগা উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়েছে। আগামী দিনে জাপা থাকবে না।

মাহফুজুর রহমান কালামের বক্তব্যের পর এখন পর্যন্ত মুখ খোলেন নি সোনারগায়ে জাতীয় পাটির এমপি লিয়াকত হোসেন খোকা। খোকার এমন ষড়যন্ত্রকে মেনে নিতে পারছে না সোনারগাঁর সর্বস্তরের মানুষ।

উল্লেখ্য সোনারগাঁ উপজেলা নির্বাচনে বিপুল ভোটে আওয়ামীলীগ প্রার্থী বিজয়ী হয়েছে। এখন প্রশ্ন দেখা দিয়েছে  লিয়াকত হোসেন খোকাকে মহাজোটের মনোনয়ন দেয়ার ব্যাপারে আওয়ামী লীগের যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুপারিশ করেছিলেন সেই সুপারিশকারীরা কি আওয়ামী লীগের মঙ্গল চায়?