আজ বৃহস্পতিবার, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয় লড়াই হবে আ.লীগ বনাম জাতীয় পার্টি

সংবাদচর্চা রিপোর্ট:

রাত পোলেই সোনারগাঁ উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। তবে ভোট কে কেন্দ্র করে সোনারগায়ে নাশকতার আশঙ্কা রয়েছে। এখানে চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। এক জন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোশারফ হোসেন।

অপর জন জাতীয় পার্টির পরোক্ষ সমর্থিত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহফুজুর রহমান কালাম। নারায়ণগঞ্জ ৩ আসনে জাতীয় পার্টির এমপি লিয়াকত হোসেন খোকা মাহফুজুর রহমান কালামের পক্ষে রয়েছেন। খোকার সমর্থকরা কালামের আনারস প্রতীকে ভোট দেবেন বলে জানা গেছে। তবে খোকা নৌকার ভরে টিকে থাকতে পারবেন কি না সেটা ভোটের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তবে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ নৌকাতে ঐক্যবদ্ধ রয়েছেন। প্রচারণা এবং ভোটের জড়িপে এগিয়ে রয়েছেন মোশারফ হোসেন । তার পক্ষে কাজ করছেন সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার। সোনারগায়ের জনপ্রতিনিধিরা নৌকাতে একাট্টা হয়েছেন। কামার কুমার জেলা তাতী শ্রমিক কৃষক সহ সকল পেশার মানুষ মোশারফের পক্ষে কাজ করছে  এবং তারা নৌকায় ভোট দেয়ার প্রহর গুনছেন।

ধারণা করা হচ্ছে ভোট সুষ্ঠু হলে স্থানীয় এমপি খোকা সমর্থিত প্রার্থী জামানত হারাবেন। আর সোনারগাঁ থেকে খোকার বিদায়ের ঘন্টা বেজে যাবে। কায়সার হাসনাত রাজত্ব ফিরে পাবেন এবং আগামী এমপি হতে তার কোন বাধা থাকবে না ।