সোনারগাঁ উপজেলা জুড়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার ১১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন হয়। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ক্ষুদে প্রার্থীদের পোস্টার ফেস্টুনে সাজানো প্রতিটি বিদ্যালয়ে ভোটারদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মত। নির্বাচন নিয়ে তাদের আগ্রহের কোন কমতি ছিলো না।

