সোনারগাঁ প্রতিনিধি
সোনারগাঁ উপজেলায় বিজয় নামের এক যুবককে অপহরণের সময় ৮ অপহরণকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। রবিবার দুপুরে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, গত রবিবার দুপুরে সোনারগাঁ পৌরসভার ছাপেরবন্দ এলাকায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের দ্বিতীয় গেইটের সামনে ৮ জন অপহরণকারী বিজয় নামের এক যুবককে জোরপূর্বক একটি সাদা রংয়ের মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-ট-১১-৯২২৫) তুলে অপহরণের চেষ্টা চালায়।
এসময় বিজয়ের ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে অপহরণকারী ফজলে রাব্বি ওরফে রাব্বি (১৯), হিমু (২৩), সজিব (২০), ইয়াসিন (২০), আরিফ (২২), মেহেদী হাসান (১৯), রিয়াদ (২৩) ও গাড়ি চালক ফজলুল হক ওরফে ফজল (২৩) কে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ঘটনায় বিজয়ের মা নূরতাজ বেগম বাদি হয়ে থানায় একটি মামলা করেছে।