আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ৭’শ দরিদ্র পরিবারকে অমল পোদ্দারের খাদ্য সহায়তা

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জের মেট্টো নিটিং এন্ড ডাইং মিলসের ব্যবস্থাপনা পরিচালক ও বিকেএমইএ এর সহসভাপতি অমল পোদ্দার সিআইপি নিজস্ব অর্থায়নে শুক্রবার সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ৪৫০ জন দরিদ্র শিক্ষার্থীর পরিবার এবং বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম এলাকায় আরও ২৫০টি দরিদ্র পরিবারকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, ছোলা বুট, তেল, লবন, সাবান সহ বিভিন্ন খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন।
অমল পোদ্দারের পক্ষে তার ভাতিজা বাপ্পী পোদ্দার, কোম্পানীর এজিএম সুকুমার সাহা ও ঊর্ধ্বতন কর্মকর্তা সজল সেন এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিশ্বেশ্বর পোদ্দার ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে এই খাদ্য বিতরণ করা হয়।