আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ২ ইট ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

সংবাদচর্চা রিপোর্ট:
উচ্চ আদালতের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু করেছে। বুধবার দুপুরে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের গাবতলী এলাকার এম আর বি ও এইচ আর বি নামে দুইট ইট ভাটায় অভিযান করে ভ্রাম্যমান আদালত। অভিযানে দুইটি ইট ভাটাকে ২ লক্ষ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করেন নিবার্হী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম মারুফ।

এ বিষয়ে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার কামরুল ইসলাম মারুফ জানান, ২ টি ইট ভাটা ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি জানান, যারা বায়ু দূষণ করে পরিবেশ নষ্ট করছে এবং অবৈধ ভাবে ইট ভাটা করেছে জেলা প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।

এর আগে পরিবেশ দূষণ রোধে রাজধানী ঢাকা ও এর আশেপাশের চার জেলার সব অবৈধ ইটভাটা আগামী ১৫ দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশের উচ্চ আদালত।

এসব অবৈধ ইটভাটা বন্ধে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করতেও বলা হয়েছে। ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ জেলায় এসব অবৈধ ইটভাটা রয়েছে।

এসব ভাটায় ইট পোড়ানোর জন্য কাঠ ও কয়লা ব্যবহার করা হয়। পরিবেশ অধিদপ্তরের হিসাবে এই পাঁচটি জেলায় মোট ভাটার সংখ্যা প্রায় ১৩শ। এর মধ্যে ঢাকা জেলায় রয়েছে প্রায় সাড়ে চারশো ইটভাটা।

ঢাকা ও এর আশেপাশের এলাকায় বায়ু দূষণ রোধে একটি অভিন্ন নীতিমালা প্রণয়নের জন্যও পরিবেশ সচিবের নেতৃত্বে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের আদেশ দিয়েছে আদালত। আগামী ৫ জানুয়ারির মধ্যে ওই কমিটিকে আদালতে প্রতিবেদন দিতে হবে।

একটি রিট আবেদনের শুনানির পরে মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।