আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ১৫০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাড়িমজলিশ এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে ১৫০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বাড়ি মজলিশ এলাকায় বুধবার এস আই তানভীরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়।এ সময় ১৫০ বোতল ফেন্সিডিল সহ আনোয়ার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।আনোয়ার হোসেন উপজেলার সনমান্দী ইউনিয়নের পশ্চিম সনমান্দী গ্রামের ফজলুল হকের ছেলে।তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।