আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শেখকান্দা গ্রামে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। মঙ্গলবার রাতে ঘটনাস্থল থেকে নিহত দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলো বাচ্চু মিয়া ও মুকতাজা।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে দুপুর ১ টার দিকে বাচ্চু মিয়া তার মুকতাজা স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। এরপর তিনি নিজে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাতের দিকে ঘটনাস্থল থেকে নিহত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।