সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্কুল শিক্ষক সহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে থানায় পৃথকভাবে দুটি মামলা হয়েছে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা বড়ি সহ একাধিক মামলার আসামি হালিমা আক্তার ওরফে মনোয়ারা ওরফে জাহানারা ও তার সহযোগী নিজাম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হালিমা আক্তার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার জুলমত দেওয়ানের মেয়ে ও নিজামউদ্দিন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কোম্পানীগঞ্জ গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
অপরদিকে এএসআই মজিবুর রহমান উপজেলার জামপুর ইউনিয়নে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সহ মহজমপুর হাইস্কুলের শিক্ষক শাহাব উদ্দিন ও সুলতান ভূঁইয়া গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শাহাব উদ্দিন উপজেলার শেখেরহাট গ্রামের জায়েদুল ইসলামের ছেলে ও সুলতানভূঁইয়া একই গ্রামের ওয়াদুদ ভূঁইয়ার ছেলে।