সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাড়িয়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে সাবিহা আক্তার (১১) নামে এক স্কুল ছাত্রী অটোরিক্সার ধাক্কায় মারাত্মক আহত হয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। ফলে দুর্ভোগে পড়েছেন মোগরাপাড়া চৌরাস্তা-বারদী রোডের যাত্রীরা।
জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে হাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী সাবিহা আক্তার ছুটির পর বাড়িতে যাওয়ার সময় বৈদ্যেরবাজার এনএ এম পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় একটি সিএনজি ধাক্কায় দিয়ে চলে যায়। এতে স্কুল ছাত্রী সাবিহা আক্তার মারাত্মক আহত হন। পরে আশপাশের লোকজন ছুটে এসে সাবিহাকে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে ও পরে অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সাবিহার দূর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বৈদ্যেরবাজার এনএএম পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে মোগরাপাড়া চৌরাস্তা-বারদী সড়ক প্রায় ২ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেন। এতে এ রাস্তায় চলাচলরত যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। সাবিহা আক্তার বৈদ্যেরবাজার হাড়িয়ার এলাকার সেলিম মিয়ার মেয়ে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।
স্কুল শিক্ষার্থী লাবিবা আক্তার ও শাকিল রানা জানান, সাবিহার অবস্থা আশংকাজনক। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ দায়িত্ব অবহেলার কারনে দীর্ঘ দিনেও স্কুলের সামনের রাস্তায় স্প্রিড বেকার তৈরী করা হয়নি। আরেকদিন হয়তো অন্য শিক্ষার্থীও এভাবে সড়কদূর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন থেমে যাবে।