নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার শাকিল মিয়া (২২) নামে এক ফার্নিচার কারিগরকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। হত্যার চেষ্টার শিকার শাকিল মিয়া কুমিল্লা জেলার হোমনা থানাধীন শ্যামপুর গ্রামের আঃ মোতালেব মিয়ার ছেলে।
বর্তমানে সে পৌরসভার দৈলেরবাগ পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন শেফায়েত উল্লাহর ফার্নিচারের দোকানে কাজ করেন। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, কুমিল্লা জেলার মেঘনা থানাধীন ল²ীপুরা গ্রামের রমজান আলীর ছেলে আরিফ (২০) একই দোকানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তারা দুইজন ও শাহামনি নামের এক সহকারী ফার্নিচার কারখানায় রাত্রী যাপন করত।
১৬ জানুয়ারি দিনের বেলায় আরিফের সাথে কাজ কর্মের বিষয় নিয়া তার মনোমালিন্যের সৃস্টি হয়। এরই জের ধরে সে গত ১৬ জানুয়ারি ভোর ৪ টার সময় ঘুমিয়ে থাকা শাকিলের উপর কাঠের লাঠি দিয়ে অতর্কিত হামলা চালায়। লাঠির আঘাতে শাকিলে মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হয় এবং দুটি হাত মারাত্মকভাবে জখম হয়। তার আর্তচিৎকারে ঘুমিয়ে পড়া শাহামনি ও পাশের দোকানদাররা জেগে উঠে শাকিলকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়ে দনে। শাকিলের ১২ হাজার টাকা এবং তার মালিকের ২০ হাজার টাকা মূল্যের একটি স্যামসাং মোবাইল ফোন নিয়ে আরিফ পালিয়ে যায়।
শাকিল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলমের সঙ্গে যোগযোগ করা হলে তিনি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।