সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কোরবানপুর গ্রামে স্থানীয় ভাগিনা গ্রুপের সন্ত্রাস, চাদাঁবাজ ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করে শপথ গ্রহন করেন। গতকাল শনিবার বিকেলে দুধঘাটা, কোরবানপুর, মঙ্গলেরগাঁও, পাচানি, চর গোয়ালদী, খাসেরগাঁও, শান্তিনগর, কান্দাপাড়া সহ ১০টি গ্রামের প্রায় পাচঁ হাজার নারী পুরুষ একত্রিত হয়ে সভা করে শপথ নেন।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের কোরবানপুর গ্রামের রুহুল আমিনের ছত্রছায়ায় তার ভাগিনা মাজহারুল ইসলাম, ইকবাল, খোকন মিয়া সহ ১০/১২ জনের একদল বাহিনী এলাকায় মাদক সেবন করে সন্ত্রাস, চাদাঁবাজী ও চুরি, ছিনতাই করে সাধারন মানুষকে হয়রানী করে আসছে। এতে ওই এলাকার মানুষ তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে ১০ গ্রামের পাচঁ হাজার নারী পুরুষ একত্রিত হয়ে সভা করে রুখে দাড়ানোর শপথ নেন।
সভায় পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, ইউপি সদস্য মজিবুর রহমান, জাহাঙ্গীর, আবুল মিয়া, মোর্শেদা, সাবেক সদস্য মনির হোসেন, মোশারফ হোসেন, ফজলুল হক, আব্দুল লতিফ, শাহ আলম ও জলিল মিয়া প্রমূখ।###