আজ মঙ্গলবার, ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে সংঘর্ষ

সোনারগাঁয়ে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে  ৭ জন আহত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি শনিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঢাকা মেডিকেল কলেজ ও ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

জানা গেছে পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা ও কাঁচপুর ইউনিয়ন পরিষদের সচিব ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের কাছে একই গ্রামে কালামের ছেলে রিমন ও সাইফুল গ্রামে নাচ গানের আয়োজনের জন্য তার কাছে চাঁদা দাবি করে। দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করায় শনিবার সকালে কালাম ,সাইফুল রিমন, মিতার মিয়া,মাসুম, নয়ন, রাসেলের নেতৃত্বে  একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির সামনে দেলোয়ারের উপর অতর্কিত হামলার চালায়। এসময় তার ডাক চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে তাদের উপর হামলা চালায়। হামলায় আহসান মোল্লা হাসান, রাব্বি, ইউনুস আলী, শাহ আলী, ইমন, জয়নব নেছা ও ফাহিম আহত হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঢাকা মেডিকেল কলেজ ও ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সৌদী প্রবাসী আহসান মোল্লা হাসানের অবস্থা আশংকাজনক।

এব্যাপারে দেলওয়ার হোসেন থানায় অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত সোনারগাঁ থানা পুলিশ কোনো অভিযোগ পায় নাই।