আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ষড়যন্ত্র করে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

মাজহারুল,সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও এলাকায় মাজহারুল ইসলামের বিরুদ্ধে সাধারন মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে এলাকাবাসীরা ফুসেঁ উঠতে শুরু করেছে।

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও গ্রামের আব্দুল খালেকের ছেলে এলাকায় দীর্ঘ দিন ধরে ছিনতাই, চুরি, স্কুল পড়–য়া ছাত্রীদের শ্লীলতাহানী সহ নানা অপকর্ম করে আসছে। গত বৃহস্পতিবার রাতে অপকর্ম করতে গিয়ে সানবিন কিন্ডার গার্ডেনের সামনে হামলার শিকার হয়। পরে ষড়যন্ত্র করে প্রতিপক্ষকে ফাসাঁনোর চেষ্টায় লিপ্ত হয়ে এলাকার সাধারন যুবক কমল হক, সফিক মিয়া, সোলায়মান মিয়া, গাফফার মিয়া, ইয়াছিন মিয়া, মফিজুল ইসলামের নামে মাজহারুল ইসলামের বাবা আব্দুল খালেক বাদি হয়ে মিথ্যা মামলা দায়ের করেন।

স্থানীয় বাসিন্দা রাসেল আহাম্মেদ জানান, মঙ্গলেরগাঁও গ্রামের আব্দুল খালেকের ছেলে মাজহারুল ইসলাম দীর্ঘ দিন চুরি, ডাকাতি, শ্লীলতাহানি সহ নানা অপকর্ম করে মানুষকে হয়রানী করে আসছে। বৃহস্পতিবার হামলার শিকার হয়ে ষড়যন্ত্র করে যারা হামলার সঙ্গে জড়িত নয় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। তিনি আরো জানান, মাজহারুলের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, হত্যা, ধর্ষন সহ ১০টি মামলা রয়েছে। আসামি। ধর্ষন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। সে তার মামা রুহুল আমিন, আমির হোসেন, নাজির হোসেনের প্রত্যক্ষ মদদে এসকল অপকর্ম চালিয়ে যাচ্ছে। এ ধরনের অপকর্ম করার পরও সাধারন মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছেনা। কেউ মুখললে মামাদের নিয়ে তাদের উপর অমানুষিক নির্যাতন চালানো হয়। তাই তাকে গ্রেফকার করে দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন তিনি।